৪. প্রতীক ও চিহ্ন
৪.১ | সকল সার্বজনীনগম্য স্থাপনা সার্বজনীনগম্যতার প্রতীক দ্বারা চিহ্নিত থাকতে হবে এবং স্থাপনা সংলগ্ন গণব্যবহার উপযোগী চলাচলের পথ থেকে সহজে, স্পষ্ট ভাবে দেখা যায় এমন স্থানে অবস্থিত হতে হবে।
সার্বজনীনগম্যতার প্রতীক
৪.২ | নীল পটভূমিতে সাদা রঙে অঙ্কিত, হুইলচেয়ারে বসে থাকা একজন ব্যক্তির ডানমুখী পার্শ্ব অবয়ব, সার্বজনীনগম্যতার প্রতীক হিসেবে ব্যবহৃত হবে।

চিত্র ৪.১ সার্বজনীনগম্যতার প্রতীক
৪.৩ | সার্বজনীনগম্য স্থাপনার সার্বজনীনগম্য অংশ বা ব্যবস্থা সমূহ সার্বজনীনগম্যতার প্রতীক দ্বারা চিহ্নিত থাকতে হবে এবং স্থাপনায় তাদের অবস্থান, সার্বজনীনগম্য চলাচলের পথ থেকে সার্বজনীনগম্য দিক নির্দেশক চিহ্ন দ্বারা সুনির্দিষ্ট করতে হবে।
সার্বজনীনগম্য দিক নির্দেশক চিহ্ন
৪.৪ | সার্বজনীনগম্য চলাচলের পথের দিকের পরিবর্তন নির্দেশ করতে ব্যবহৃত সার্বজনীনগম্য দিক নির্দেশক চিহ্ন সমূহে, পরিবর্তিত পথের দিকে নির্দেশকারী তীর চিহ্নের সাথে সার্বজনীনগম্যতার প্রতীকটিও ব্যবহার করতে হবে।

চিত্র ৪.২ সার্বজনীনগম্য দিক নির্দেশক চিহ্ন ও এর প্রয়োগ